সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইলের বর্বরোচিত বিমান হামলার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশ করা হয়।
ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মাও. নূরুল ইসলাম আদিবের সভাপতিত্বে ও মুফতি আবদুর রহমান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাও. এনামুল হক মুসা, সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. নাছির উদ্দিন, শায়খুল হাদিস মাও. আবু সাঈদ, মাও. মুফতি মোজাম্মেল হক, মাও. মো.আবদুল্লাহ, মুফতি আহসান উল্যাহ কাসেমী, মাও. মুফতি আবদুর রহমান, মুফতি মাও. ফয়েজ উল্যাহ, মুফতি মাও. আবদুল হালিম, মাও. নাছির উদ্দিন, মাও. আবদুল কাইয়ূম, মাও. আবদুল হালিম, মাও. হোসাইন আহমদ কারিমি, মাও. আবদুর রহিম হেলালী, মাও. নূরুল আলম, মাও. আশরাফ আলী এবং মাও. আমিনুল ইসলাম প্রমুখ।
সভা শেষে ফিলিস্তিনে শহীদ মুলমানদের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
এফআর/অননিউজ