ফুটপাত দখলমুক্ত করতে নগরীতে মসিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ময়মনসিংহ প্রতিনিধি।।
ফুটপাত দখলমুক্ত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে| বুধবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর পূরবী সিনেমা হল এলাকা থেকে চরপাড়া মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনাসমূহকে উচ্ছেদ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। অভিযানকালে তিনি ৬ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন।
তিনি জানান, ময়মনসিংহ সিটির সড়কসমূহকে অবৈধ দখল থেকে মুক্ত করতে অভিযান অব্যহত থাকবে। এ বিষয়ে মেয়রের নির্দেশনা রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে ময়মনসিংহ স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়েশা আক্তার/অননিউজ24