ফুটবলীয় কার্যক্রমে ভারতকে নিষিদ্ধ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এ শাস্তির মুখে পড়ে।
মঙ্গলবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার খবর জানায় ফিফা।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে এআইএফএফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে।
কয়েক মাস আগে এআইএফএফের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। স্বশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি এরই মধ্যে দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়াটি আগামী ২৮ আগস্ট শুরু করার কথা।
আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞার ফলে এ বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনি অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ।