ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (৩ জানুয়ারী) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনেও চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য আসনের মহিলা সদস্য প্রার্থীগণ তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারগণ প্রার্থীদের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২০ জন ও সাধারণ ওয়ার্ডে ৪১৮ জন মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ছনধরা ইউনিয়নে ৪ জন, রামভদ্রপুর ইউনিয়নে ৫ জন, ভাইটকান্দি ইউনিয়নে ৬ জন, সিংহেশ্বর ইউনিয়নে ৫ জন, ফুলপুর ইউনিয়নে ৬ জন, পয়ারী ইউনিয়নে ৭ জন, রহিমগঞ্জ ইউনিয়নে ৪ জন, রুপসী ইউনিয়নে ৬ জন, বালিয়া ইউনিয়নে ৬ জন, বওলা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।
ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন জানান, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারী, বাছায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৭ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী, আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহের শেষ তারিখ ১৩ জানুয়ারী, প্রতীক দেয়া হবে ১৪ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩১ জানুয়ারী।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।