ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার কর্মীরা ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর তিন জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যান চালকের মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাবেদ হোসাইন মামুন