সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
৫ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ কর্মসূচিকে ঘিরে ফেনীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় বিএনপি। এ বিষয়টি মাথায় রেখে কাজ করছে দলটির নেতাকর্মীরা।
রোডমার্চকে ঘিরে নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করছে তারা। সমাবেশের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের উড়াল সড়কের দক্ষিণ পাশে খালি জায়গায় সভামঞ্চ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের ফেনীর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক জানান, ফেনীতে রোডমার্চে লক্ষাধিক লোকের উপস্থিতিতে সমাবেশ হবে। সেজন্য দলের নেতাকর্মীরা কাজ করছে।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বলেন, রোড মার্চ ঘিরে যুবদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে যু্বদল।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান সাংবাদিকদের জানান, বিএনপির রোডমার্চ যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়, তারজন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
এফআর/অননিউজ