ফেনীতে এই প্রথম বিশুদ্ধ খাদ্য আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন ফেনীর চিপ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় সিননিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জমান ও মো. সিরাজ উদ্দিন। মঙ্গলবার বিকালে শহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও সুপার সপে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসাস্থ্যকর পরিবেশ, ময়লা আবর্জনা ও পোড়া তেলে খাবার তৈরি করার দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান রহমানিয়া রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ, ইন বিসমিল্লাহ রেস্টুরেন্ট, সিজলার চাইনিজ রেস্টুরেন্ট ও বনফুলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও ৩টি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে। মামলাগুলো দায়ের করেন ফেনী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণ বণিক।
এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদফতর ফেনীর উপপরিচালক সোহেল চাকমা, ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ফেনী) সদর সার্কেল থোয়াই মারমা র্যাব-পুলিশের একটি বিশেষ টিম। ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা ছিদ্দিকা বলেন, ফেনীর মানুষকে নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য উপহার দিতে এ অভিযান অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য প্রস্তুতকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তিনি হুঁশিয়ার করেছেন।