ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবসে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে জাতীয় সেমিনার এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে ফেনী শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম।
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান ইব্রাহীম পাটোয়ারী জাতীয় সেমিনারের উদ্বোধন করেন।
প্রধান আলোচক ছিলেন রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোহাম্মদ খুরশীদ আলম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, একেএম আবদুর রহীম, সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সোনাগাজী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইব্রাহীম খলিল ও কবির আহমেদ আবুল বশর।
বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী আল হেলাল একাডেমির সহকারি প্রধান শিক্ষক মো.আবদুল হক, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সংস্থার সোনাগাজী উপজেলা সভাপতি সার্জেন্ট অব. শেখ ফরিদ, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক ছাত্র নেতা আলা উদ্দিন মিন্টু ও ভূমি সহকারি কর্মকর্তা দেবাশীষ রায়।
সেমিনার শেষে ক্ষেত্র বিশেষে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার কর্মীদেরকে মানবাধিকার শান্তি পদকে ভূষিত করে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় বিশ্বব্যাপী জুলুম নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com