ফেনীতে ২ হাজার ৪শ' পিস ইয়াবা সহ মো. সৈয়দ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সৈয়দ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজপালং ইউনিয়নের মধ্যম রাজপালং গ্রামের মকবুল আহমেদের ছেলে।
ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় সকাল সাড়ে ৯ টার দিকে অভিযান চালানো হয়। এসময় ফুটওভার ব্রিজ সংলগ্ন শরীফ স্টোরের সামনে থেকে মো. সৈয়দ এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনা মামলা দায়ের করে মো. সৈয়দকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ