সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর নতুন ডিসির মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ চাইলেন সোনাগাজীর আ.লীগ নেতারা। এসময় তারা বলেন, এক সময়ের সন্ত্রাসের জনপদ ক্ষ্যাত ফেনীর সর্ববৃহৎ উপজেলা দীর্ঘ ১৫ বছর যাবৎ শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই অপশক্তিগুলো মাথাচড়া দিয়ে উঠছে।
অপশক্তিগুলোর অপৎপরতা জনগণের জানমালের নিরাপত্তার জন্য বাধা হয়ে উঠতে পারে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির অগ্রযাত্রা যেন ধারাবাহিক থাকে সে ব্যপারে জেলা প্রশাসনকে কঠোর দৃষ্টি রাখতে হবে। তাই আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করার অহবান জানান। সদ্য যোগদানকৃত ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে ও স্কাউটস লিডার বেল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম, উপজেলা আ.লীগের সহসভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী ও উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন প্রমুখ। এসময় বক্তারা বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, মডেল মসজিদ, জোরাগঞ্জ-সোনাগাজী-সোনাপুর সড়ক, বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধগ্রহণের কাজ দ্রুত সম্পাদন করণ, অধিগ্রহণকৃত জমির মৌজা মূল্যের বৈষম্য দূরীকরণ, ভূমি দস্যুদের দখলে থাকা হাজার হাজার একর খাস জমি উদ্ধার সহ শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এসকেডি/অননিউজ