ফেনী জেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ফুড ল্যান্ড রেস্টুরেন্টে জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদারের (ভিপি জহির) সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য অ্যাড রবিউল হক রবি, জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মানুমিয়া পাটোয়ারী, ফেনী পৌর জাতীয় পার্টির আহবায়ক নুর আলম বাঁশি, আসোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পৌরসভাপতি ডা. সাখাওয়াত হোসেন পাটোয়ারী, পরশুরাম উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, দাগনভূঞা উপজেলা সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. বিনোদ বিহারি ভৌমিক, ফেনী সদর উপজেলার সাবেক আহবায়ক ওমর ফারুক, বর্তমান সদস্য সচিব লিয়াকত আলী আরমান, জেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক ফারহানা আইরিন, জেলা ছাত্র সমাজের আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা কৃষক পার্টির আহবায়ক জামাল উদ্দিন, জাতীয় যুব সংহতির ফেনী জেলা সাধারণ সম্পাদক আবুল মনছুর নয়ন, সহ-সভাপতি জহির রায়হান, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক খোন্দকার নুরনবী, তরুণ পার্টির সদস্য সচিব নাছির উদ্দিন, শ্রমিক পার্টির আহবায়ক আমির হোসেন খোকন ও সদস্য সচিব মো. মোস্তফা প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ'র আত্মার মাগফিরাত কামনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও ফেনী-৩ আসনের সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী সুফিয়ানের অসুস্থ স্ত্রী সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।