১৬ নভেম্বর ২০২২খ্রিস্টাব্দ, বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১২টাকায় ১৩ জন কর্মকর্তাকর্মচারীর চাকরি হয়েছে।
কোন প্রকার ঘুষ, অবৈধ লেনদেন এবং রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া মেধার ভিত্তিতে তাদেরকে ১৫ নভেম্বর চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে। নতুন চাকরিতে যোগদান উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ১৩টি পদের জন্য ২ হাজার ১৩৭ জন চাকরি প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করেন। গত ২২ অক্টোবর লিখিত, ২৩ অক্টোবর ব্যবহারিক ও ২৪ অক্টোবর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোন প্রকার রাজনৈতিক ও অবৈধ হস্তক্ষেপ ছাড়া মেধার ভিত্তিতে তাদেরকে চাকরি দেয়া হয়। চাকরি জীবনে ঘুষ লেনদেন করবনা, মানুষের সাথে খারাপ ব্যবহার করবনা, ভালো আচরণের মাধ্যমে মানুষদের সেবা দিয়ে যাব বলে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। এসময় একজন চাকরি প্রার্থী অনুভুতি ব্যক্ত করে বলেন, আমার চাকরিটা হচ্ছে মরুভূমির একজন তৃষ্ণার্ত মানুষের মত। আমার ২৯ বছর বয়সে চাকরিটা হয়েছে। তাও বিনা তদবীরে। একসময় মানুষের কাছে বিনা লেনদেনে চাকিরর খবরটা সোনার হরিণের মত ছিল। আর এই সোনার হরিণটি পাওয়ার জন্য অনেক ছুটেছি।
শেষ বছরে পেয়ে গেলাম। ফেনী বাসীকে কথা দিচ্ছি কোন প্রকার ঘুষ বা হয়রানি ছাড়া চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা দিয়ে যাব। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান ও এনডিসি কামরুল হাসান উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com