ফেনী পল্টন হত্যা দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি ।।
ফেনীর সোনাগাজীতে সোমবার বিকালে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আ.লীগের নেতাকর্মীদের লগি বৈঠার হামলায় রাজধানীর পল্টনে জামায়াত শিবিরের নিহত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমির মাও. মো. মোস্তফার সভাপতিত্বে ও সেক্রটারি বদরোদ্দোজার সঞ্চালনায় সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক হাবিবউল্লাহ বাহার। আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাও. মোহাম্মদ কলিম উল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ মুহসিন ভূঞা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. বেলায়েত হোসেন, মাও. জিয়াউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য, চর চান্দিয়া ইউনিয়ন আমীর মো মজিবুর রহমান, সোনাগাজী সদর ইউনিয়ন আমীর নিজাম উদ্দিন, মঙ্গলকান্দি ইউনিয়ন আমীর মাও. নুর ইসলাম। পৌরসভা কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, মাওলানা নুর নবী ও ইসলামি ছাত্রশিবিরের সোনাগাজী থানা সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক পৌর আমির মাও. মোহাম্মদ হোসাইন।
উল্লেখ্য; ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর সমাবেশ চলাকালীন আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতা কর্মীরা লগি বৈঠা নিয়ে সমাবেশের পিছনের দিক থেকে অতর্কিত হামলা শুরু করে। সভ্যতার ভয়াবহ ও নৃশংস হামলায় ইসলামী ছাত্রশিবির ও জামায়াতর ১৪জন নেতাকর্মী শহীদ হন এবং সহস্রাধিক নেতাকর্মী আহত হন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা শিবির কর্মীদের লাশের উপর নৃত করার মত নৃশংস দৃশ্য দেখেছে পুরো বিশ্ব এমন পৈশাচিক ঘটনা স্মরণীয় করে রাখতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন করে আসছে।
আই/অননিউজ২৪।।