যুবদল করেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল নেতার একটি মামলায় আসামি হওয়ার প্রতিবাদে নিজাম উদ্দিন সাইফুল নামে এক যুবদল কর্মী সংবাদ সম্মেলন করেছেন। রোববার সন্ধ্যায় বক্তারমুন্সি বাজারস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। সৈরাচারী হাসিনা সরকারের নানা অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপি রাজনীতি করেছেন ভুক্তভোগী সাইফুল ও তার পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, দলের দু:সময়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের আর্থিক সহযোগিতাও করেছিলেন তারা। কিন্তু দলীয় গ্রুপিংয়ের নগ্ন শিকার ভুক্তভোগি সাইফুল আরও বলেন, তার বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাদীকে প্রভাবিত করে অন্যায়ভাবে তাকে ১২৭ ও তার শ্যালক আকরাম কে ১৩৫ নাম্বার আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলের জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগি সাইফুল সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের বিএনপি কর্মী বেলায়েত হোসেন বেলু মুহুরীর ছেলে।
উল্লেখ্য; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা, মামলার বাদী স্থানীয় যুবদল নেতা আফসার হোসেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনী ট্রাঙ্করোডে কেন্দ্রীয় বড় মসজিদের সামনে আ.লীগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা যুবদল নেতা আফসার হোসেন সহ ছাত্রজনতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ১৮৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০-২৫০জনকে অজ্ঞাত আসামি করে আফসার হোসেন গত ৩ অক্টোবর ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার মামলা নং-৭, তাং-০৩-১০-২০২৪খ্রিস্টাব্দ।