ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী-৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত আগামী সংসদ সদস্য প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবুল আউয়াল মিন্টুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক !

সোমবার ৩ নভেম্বর বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ২৩৭ প্রার্থীর নাম ঘোষণার মধ্যে ফেনী-৩, আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু নাম আসায় তিনি এই অভিনন্দন জানান।

ডাক্তার ফখরুদ্দিন মানিক তার সামাজিক ভেরিফাইড ফেসবুকে আব্দুল আউয়াল মিন্টুর ছবি দিয়ে লিখেন, শুভেচ্ছা ও মোবারকবাদ! জনাব আব্দুল আউয়াল মিন্টু ভাই।

মুহূর্তের মধ্যে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটিকে সমাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ৫ ই আগষ্টের পর নতুন বাংলাদেশের নতুন রাজনীতির পরিবর্তন হিসাবে দেখছেন বলে অনেকে মন্তব্য করেন। এরই ধারাবাহিকতায় রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে অনেকে মন্তব্য করেন।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, আবদুল আউয়াল মিন্টু ভাইয়ের সাথে কথা এবং শুভেচ্ছা বিনিময় হয়েছে।

ফেনীর অপর দুটি আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য ঘোষিত প্রার্থীরা হলেন, ফেনী-০১, দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া, ফেনী-২, হলেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আব্দীন ভিপি।

আরো দেখুনঃ