ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতস্ত্র প্রার্থী, সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ অভিযোগ করেছেন এ আসনে এক পাসেন্টও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই।
প্রতিদ্বন্দ্বি জাতীয়পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধূরীর লোকজন প্রতিনিয়ত তার ঈগল প্রতীকের কর্মীসমর্থকদের হুমকি দিচ্ছেন। তিনি এসব বিষয়ে রিটার্নিং অফিসারকে মৌখিক অভিযোগ করলে তিনি বলেন লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ দায়ের করলে রক্তপাত হতে পারে। এ আশংকায় তিনি লিখিত অভিযোগ করছেনা। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। তিনি মঙ্গলবার সকালে নিজ গ্রামের বাড়ি সোনাপুরের সালমা গার্ডেন হাউজে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।
এফআর/অননিউজ