ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, জিল্লুর রহমান প্রকাশ করলেন আরো গোপন তথ্য

অনলাইন ডেস্ক।।

জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে তিনি কোনো নির্বাচন দেখতে পাচ্ছেন না। তাঁর মতে, নির্বাচন হলেও তা হবে অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর মতো একটি ‘ফার্সিকাল ইলেকশন’।

শনিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিশ্লেষণে তিনি বলেন, গত ১৪ মাসে দেশের অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে নির্বাচন অনেক আগেই হওয়া উচিত ছিল। তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি এবং বিএনপিও তেমন চাপ তৈরি করতে পারেনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি মায়ের অসুস্থতা নিয়ে যে বিবৃতি দিয়েছেন, তার শেষ অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে তাঁর দেশে ফেরা তাঁর নিজের ইচ্ছার ওপর নির্ভরশীল নয়, বরং এমন কিছু বিষয় রয়েছে যা “অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত”। জিল্লুর রহমানের মতে, এটি প্রথমবারের মতো স্পষ্ট করল কেন তিনি দেশে ফিরছেন না এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপি ও তারেক রহমানের পক্ষে নয়।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন তিনি দেখেন না। তিন বা ছয় মাস পরে নির্বাচন হতে পারে, তবে তাঁর মতে, বর্তমান সরকারের অধীনে একটি প্রকৃত নির্বাচন সম্ভব নয়। তিনি দাবি করেন, সরকার নানা রাজনৈতিক চক্র ও জটিলতায় জড়িয়ে পড়েছে এবং বিএনপিও সেই টোপে পা দিয়েছে।

জিল্লুর রহমান আরও বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত, বিএনপি ও এনসিপির জোট নিয়ে আলোচনার পর এখন আবার রাজনৈতিক পরিবেশ থমথমে, উত্তেজনাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দেশের নিরাপত্তা উপদেষ্টার দোহা, যুক্তরাষ্ট্র ও দিল্লিতে ধারাবাহিক সফর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাঁর মতে, আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহ শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই অত্যন্ত ঘটনাবহুল হতে পারে।

তিনি বলেন, যদি দেশে একটি জনগণের নির্বাচিত সরকার থাকত, পরিস্থিতি অন্যরকম হতে পারত। তারপরও তিনি আশা প্রকাশ করেন যে কঠিন পরিস্থিতির মধ্যেও দেশ ঘুরে দাঁড়াতে পারে এবং ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হতে পারে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, তিনি দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন। হয়তো আগের মতো সক্রিয় রাজনীতি করতে পারবেন না, কিন্তু পরিবারের অভিভাবক হিসেবে তাঁর উপস্থিতিই দলের জন্য শক্তি হয়ে থাকতে পারে। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ