ফের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বিষয়টি আবারও তুলেছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকালে উজরা জিয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে আলোচনা হয়েছে। পরে উজরা এ বিষয়ে তার এক্স অ্যাকাউন্টে এ বিষয় তুলে ধরেছেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ