ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। কাজের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। অনেক সময় পারিবারিক ছবি, ভিডিও বা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা, যা মুহূর্তেই ভাইরাল!
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীর পা ধরে বসে আছেন ছোট বোন। রীতিমতো পা ধরে টানাটানি করছেন। একটা সময় তাকে জিজ্ঞেস করতে দেখা গেল, পা ধরছিস কেন বল? আর উত্তরে সে হেসে সোজা বলতে লাগল, আপু এসো! একটু লুডো খেলব…এসো এসো! আর এই কাণ্ড দেখেই পরী হেসে বললেন, লুডো খেলার জন্য কেউ এমন করতে পারে আমি ভাবতেও পারি না।
প্রসঙ্গত, পরীমণি সর্বশেষ ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24