বাগেরহাটের মোল্লাহাটে পূর্বশত্রুতা ও ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাওলা ইউনিয়নে ঢাকা–খুলনা মহাসড়কের পাশে সোহেল ফিলিং স্টেশনের ভেতরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম এরশাদ সরদার (৪০)। তিনি গাওলা ইউনিয়নের শুড়িগাতি গ্রামের সাহেব আলী সরদারের ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধ ও ফেসবুকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এরশাদের ওপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ বিক্রির টাকা নিয়ে আড়তে যাওয়ার পথে সোহেল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রেজাউল শেখ এর নেতৃত্বে ৮–১০ জন তাঁকে ধরে নিয়ে হাতুড়ি, লোহার রড ও চেন দিয়ে মারধর করে। এতে তাঁর ডান হাত, মাথা ও বাঁ পায়ে গুরুতর জখম হয়।
একপর্যায়ে হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com