কুমিল্লার কান্দিরপাড়ে ফেয়ার বিউটি পার্লার, বুটিকস্ কসমেটিক্স এন্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডের জাহাঙ্গীর আল আমিন জমজম টাওয়ার ৩য় তলায় পার্লারের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।
এসময় আরও উপস্থিত ছিলেন নারীনেত্রী হালীমা খাতুন, খাদিজা বেগম, ফাহিমা আক্তার টুসি, রোকসানা আক্তার, কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন, উম্মে সালমা লিজা, নুরজাহান আলম পুতুল, হাজী নেহার বেগম, বিউটি পল্যিার এসোসিয়েশনের পক্ষ থেকে ফেমাস বিউটি পার্লারের স্বত্যাধিকারি শাহীন আক্তার, পার্সোনা বিউপি পার্লারের হাসিনা আক্তারসহ অন্যান্যরা।
পার্লারের প্রেপাইটর আফসারী নাছরিন জানায়,তার ২৩ বছরের অভিজ্ঞতা এবং দেশ বিদেশে ভিবিন্ন আর্ন্তজাতিক ট্রেনিং সেন্টার এর মাধ্যমে ৩৩ টি প্রশিক্ষণ নিয়েছেন, এটিহ ফেয়ারের ৬ষ্ঠ শাখা। ঢাকায় ৩টি সহ আরো ৫টি শাখা রয়েছে তাদের। কুমিল্লার গ্রাহকদের চাহিদা মেটাতে এই শাখাটি উদ্বোধন করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।