ফ্যাসিবাদকে শিক্ষা দিতে আ.লীগের আমলে নির্বাচন করেছি সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেছেন ফ্যাসিবাদকে শিক্ষা দিতে আ.লীগের আমলে আমি নির্বাচন করেছি। কারণ তখন নৌকার বিরুদ্ধে নির্বাচন করে আমি প্রমাণ করেছি নৌকা এবং শেখ হাসিনাকে জনগণ পছন্দ করেননা। অনেকে এখন আমার সমালোচনা করেন। তখন আমি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফ্যাসিবাদের দোসরেরা পালিয়ে যাওয়ায় আজকে জনগণকে সেবা দিতে পারছি। নবাবপুর। নবাবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেয়াদের সেবা উন্নয়ন ও অগ্রগতির তিন বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল শনিবার বিকালে স্থানীয় বিসি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মাস্টার সারওয়ার আলম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও মহদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুর নবী, ভোরবাজার অ্যাড. বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মাস্টার কবির আহম্মদ, নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবক দল নেতা এম ফখরুদ্দিন ফারুক, নবাবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, ফেনী জেলা যুবদলের সদস্য আবদুল হালিম, নবাবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ফেনী পৌরসসভা ছাত্রদলের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম রানা। ২০২১ সালের ইউপি নির্বাচনে তার দায়িত্ব পালনকারী সকল এজেন্ট ও কেন্দ্র প্রধানদের কে শুভেচ্ছা উপহার প্রদান করেন। উল্লেখ্য তিনি ২০১১ সালেও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

আরো দেখুনঃ