ফ্রিজের ভেতর থেকে মিললো নারীর ৩০ টুকরা করা দেহ

অনলাইন ডেস্ক।।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকার একটি ফ্ল্যাটে ফ্রিজে লুকিয়ে রাখা ঝাড়খণ্ডের ২৯ বছর বয়সী এক মহিলার খণ্ডিত দেহ পাওয়া গেছে। ওই মহিলার দেহকে ৩০ টুকরা করে ঢুকিয়ে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। রবিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মৃতদেহটি প্রথমে ভুক্তভোগীর বাড়িওয়ালার দ্বারা আবিষ্কার করা হয়েছিল যিনি ফ্ল্যাটে প্রবেশ করেছিলেন দু’দিনেরও বেশি সময় ধরে আশেপাশের দুর্গন্ধের উত্স খুঁজে বের করতে।

ওই ফ্ল্যাটে একাই থাকতেন হেমন্ত দাসের স্ত্রী মহালক্ষ্মী নামে ওই মহিলার পরিচয়। পুলিশ ১৬৫ লিটারের ফ্রিজ থেকে ৩০ পিস উদ্ধার করেছে।

পুলিশ বলছে, চার-পাঁচ দিন আগে ওই নারীকে খুন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর তার মোবাইল বন্ধ ছিল।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ