নোয়াখালীর পৌর এলাকায় একটি ফ্ল্যাট বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) বেলা ১১টায় পৌর এলাকার হরিনারায়ণপুর বার্লিংটন মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সুধারাম মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে খুন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এফআর/অননিউজ