কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলার তৃতীয় গল্পগ্রন্থ 'বুমেরাং' প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়।
এই গল্পগ্রন্থ সম্পর্কে কামরুন নাহার শীলা বলেন, 'ভিন্নধর্মী মোট দশটি গল্পের সংকলন 'বুমেরাং'। আমাদের আটপৌরে জীবনকেই নানাভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে গল্পগুলোয়। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের বাস্তবতা, অভ্যুত্থান পরবর্তী বাস্তবতার প্রকাশের চেষ্টা করা হয়েছে। ক্ষমতাসীনদের দাপট এবং ক্ষমতাচ্যুতির ফলে জীর্ণদশার কথা, সম্মানের যোগ্য হয়েও সামাজিক ও রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে বঞ্চিত মানুষের কথাও বলার চেষ্টা করেছি। বইটির বেশিরভাগ গল্পই অলস সময়ে টানা লেখা, বিষয় এবং ভাষা দুইয়ের কোনোটা নিয়েই তেমন ভাবিনি। স্বতঃস্ফূর্তভাবেই গল্পগুলো এসেছে, পাঠক এক বসাতেই একটি গল্প টানা পড়ে যেতে পারবেন। বইটি একই সাথে সিরিয়াস এবং সাধারণ উভয় পাঠকেরই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।'
তিনি আরো বলেন, 'বুমেরাং' আমার তৃতীয় গল্পগ্রন্থ। পাণ্ডুলিপি গোছাতে দেরি হয়ে যাওয়ায় এইবারের বইমেলাতেই বইটি প্রকাশ হতে পারবে কি না সেই ব্যাপারে অনিশ্চিত ছিলাম। শেষ পর্যন্ত কিছুটা বিলম্বে হলেও বইটি এই ফেব্রুয়ারিতেই প্রকাশিত হলো, বিষয়টা আমার কাছে ভীষণ আনন্দের।'
এই বইটির প্রকাশক হিসেবে আছে মাওলা ব্রাদার্স। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে ঢাকায় অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলার ৪ নম্বর প্যাভিলিয়নে ও চট্টগ্রামের অমর একুশে গ্রন্থমেলার বাতিঘরের ৬৮ এবং ৬৯ নম্বর স্টলে।
উল্লেখ্য, কামরুন নাহার শীলা ২০১৯ সালে প্রকাশিত ‘লালবেজি’ গল্পগ্রন্থের জন্য কথাসাহিত্যে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৯’ পেয়েছিলেন।