বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পিষ্ট যুবক, দেহ হলো ছিন্নবিচ্ছিন্ন
নীলফামারী প্রতিনিধি।

কিশোরগঞ্জে বক শিকারের নেশাই কাল হলো ২৪ বছর বয়সী তরুণ লিমন ইসলামের জন্য। রোববার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে ট্রাক্টরের নিচে পড়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
যেভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে খোলাহাটি গ্রামে আলু উত্তোলনের পর একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হচ্ছিল। চাষের সময় মাটির নিচ থেকে পোকা বের হওয়ায় সেখানে প্রচুর বকের আনাগোনা ছিল। তা দেখে বক শিকারের লোভ সামলাতে পারেননি লিমন।
চলন্ত ট্রাক্টরের পেছনে বক ধরার জন্য হঠাত লাফ দেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যেই ট্রাক্টরের যান্ত্রিক ফলায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
এই ভয়াবহ দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। চালক নিজের ট্রাক্টরের নিচে লিমনের এমন দশা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল থেকে ছিন্নবিচ্ছিন্ন দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত লিমন ইসলাম ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে। তার এমন আকস্মিক ও বীভৎস মৃত্যুতে পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।