বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পুণাঙ্গ পেনশন, উৎসব, বাড়ী ও চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবীতে শনিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক পরিষদ নেতা অধ্যক্ষ মাও: আবু বক্কর সিদ্দিক, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব, মাও: আজহার আলী, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ। বক্তারা অবিলম্বে সকল দাবী মেনে নিয়ে শিক্ষকদের বৈষম্য দুর করতে সরকারের প্রতি জোর দাবী জানান।