বগুড়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ হয়েছিলেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় হোটেল থেকে ১০ নারী ও ২ পুরুষকে আটক করা হয়। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া শহরতলির বারপুর এলাকার ‘ড্রিম প্যালেস’ নামের একটি আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড্রিম প্যালেস হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে হোটেল লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে কয়েকশ মানুষ আদালতকে অবরুদ্ধ করে ফেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয় লোকজনকে সরিয়ে দেয়। পরে হোটেল থেকে আটক হওয়া ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পলাতক রয়েছেন
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪