বগুড়ায় জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী মটর সাইকেল মিছিল
বগুড়া প্রতিনিধি

বৃহস্পতিবার বগুড়ায় দিনভর ফ্যাসিবাদ বিরোধী মোটর সাইকেল মিছিল করেছে জামায়াতে ইসলামী। বগুড়া পৌর এলাকায় জামায়াতে ইসলামীর ১০টি পয়েন্টে জামায়াতে ইসলামীর মোটর সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়।
বগুড়ার ২য় বাইপাস সড়কে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জলিল, অধ্যাপক হারুনার রশিদ, ২১নং ওয়ার্ড আমীর আব্দুস সালাম, সেক্রেটারী মাহবুবুর রহমান, মাস্টার আনছার আলী, মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।
মিছিল শেষে বিকেলে ইব্রাহিম নগর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে আগুন সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে দেশে লকডাউনের ডাক দিয়ে নাশকতা উস্কে দিচ্ছে।
এর পরিনতি ভালো হবেনা। আগুন সন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোন ছাড় দেয়া হবেনা। ২ হাজার ছাত্র-জনতার শাহাদাত ও ৩০ হাজারের বেশী আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের কোন স্থান নেই। বগুড়া শহর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন জানান, বগুড়ার ১০টি পয়েন্টে দিনভর আমরা অবস্থান করেছি ও ফ্যাসিবাদ বিরোধী মোটর সাইকেল শোভাযাত্রা করেছি।