বগুড়ায় ডাকাতির পর শ্বশুর ও পুত্রবধূকে হত্যা
অনলাইন ডেস্ক।।

দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর লক্ষীমণ্ডপ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জিয়ানগরের আলহাজ্ব আফতাব হোসেন ও তাঁর বড় ছেলের স্ত্রী।
স্থানীয়রা জানান, মধ্যরাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর ডাকাতরা আলহাজ্ব আফতাব হোসেন ও তাঁর ছেলের স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় শ্বাসরোধে হত্যা করে।
দুপচাঁচিয়া থানা পুলিশ এবং বগুড়া জেলা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
বাড়িতে থাকা নিহত গৃহবধূর সাত বছর বয়সী মেয়ে নালিয়া খাতুন জানায়, মুখে মাস্ক পরা চারজন লোক তাদের ঘরে আসে। সে ও তার মা এক জায়গায় ছিল। নালিয়াকে ভয় দেখিয়ে খাটের উপর একজন ধরে রাখে এবং তার মাকে খাটের নিচে নিয়ে কী যেন করেছে, তা সে দেখেনি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪