রবিবার বিকেলে বগুড়ার টিএমএসএস স্কাইভিউ রেষ্টুরেন্টে ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি বগুড়া শহর শাখার ডিপ্লোমা প্রকৌশলী সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া শহর সভাপতি প্রকৌশলী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র যুগ্ম আহবায়ক ও এফডিইবির সহ সভাপতি আব্দুস সাত্তার শাহ। বিশেষ অতিথি ছিলেন এফডিইবি রংপুর মহানগর সভাপতি আবু আনোয়ার হোসেন, সরকারী আযিযুল হক কলেজের সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, নুরুল হুদা, প্রকৌশলী জিএস রাশেদুল হাসান শাহীন, প্রকৌশলী সৈয়দ সোহেল আহম্মেদ লিটন প্রমুখ। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত জনতার আন্দোলনে শহীদদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।