বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের আলোচনা সভা ও হাজী সমাবেশ

বগুড়া প্রতিনিধি।।

শুক্রবার উপ শহরে বগুড়া মহিলা আলিম মাদরাসা মাঠে তালিমুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত হজে¦র তাৎপর্য ও হজ¦ পরবর্তী জীবনে করনীয় শীর্ষক আলোচনা সভা ও হাজী সমাবেশ মাওলানা আব্দুল হামিদ বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। মাওলানা জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী গবেষক ও তালিমুল কুরআন ফাউন্ডেশনের শহর সভাপতি মাওলানা আব্দুল হালিম বেগ।

আলোচনা পেশ করেন মাওলানা হেদায়েতুল ইসলাম, ডা. সার্জন সলিমুল্লাহ আকন্দ, তালিমুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ¦ মাওলানা নুরুল ইসলাম, উপশহর সমজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম, আবু রায়হান, মামুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সমাজ কে সুন্দর করতে আল্লাহর বিধান কুরআন সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। কুরআন প্রতিষ্ঠা হলেই সুখী সুন্দর বৈষম্য মুক্ত সমাজ গড়ে উঠবে। তাহলেই মহান আল্লাহ সবাাইকে খুশি হয়ে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দিবে।

একে/অননিউজ24

আরো দেখুনঃ