মঙ্গলবার বগুড়া শহরের ভবের বাজারে আকিজ মোটরস তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
উত্তরাঞ্চলের আকিজ মটরস ডিলার মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ মটরস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন উদ্দিন, বিআরটিএ বগুড়া অফিসের সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসান, আকিজ মটরস এর বিজনেস পরিচালক সাইফুল আলম জামিল, আকিজ মটরস সিনোট্রাক বাংলাদেশের পরিচালক ইঅংলি, বগুড়া মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি আব্দুল জলিল বাকি, আকিজ মটরস উত্তরাঞ্চল ম্যানেজার সোহেল রানা প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।