বগুড়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
বড়মহর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে বিমানটি আছড়ে পড়ে। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
এফআর/অননিউজ