বগুড়ায় বন্ধুর বাড়িতে হিরো আলমের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক।।

অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে বগুড়ার ধুনট উপজেলায় তার বন্ধুর বাড়িতে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

হিরো আলমের বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর জানান, বৃহস্পতিবার রাতে হিরো আলম তার ভান্ডারবাড়ি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় রিয়া মনিকে নিয়ে ব্যক্তিগত নানা সমস্যা ও হতাশার কথা তাকে জানান।

জাহিদ হাসান সাগর আরও জানান, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত হিরো আলমের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিছানার পাশে ঘুমের ওষুধের পাতা দেখতে পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকার কারণে এবং রিয়া মনিকে না পাওয়া ও সামাজিক চাপ থেকে হতাশাগ্রস্ত হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান সাগর।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, হিরো আলম ঘুমের ওষুধ সেবনের ফলে অচেতন হয়ে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪

Warning
Warning
Warning
Warning

Warning.

আরো দেখুনঃ