বগুড়ায় চাঁদাবাজকে আটকের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে রাজাবাজার আড়ৎদার ও সাধারন ব্যবসায়ী সমিতি।
জানাগেছে, বগুড়া শহরের রাজাবাজার আহমদ রুবেল পরিচালিত জমজম ভান্ডারী আড়ৎ’র বেপারী মোহাম্মদ পিলুকে মঙ্গলবার সাংগঠনিক সম্পাদক দাবী করে মোঃ সেলিম হোসেন চাঁদাদাবী করে। টাকা না দেওয়ায় তাকে মারপিট করা হয়। এ সময় পিলু তার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে সদর থানায় অভিযোগ করেন।
এ ঘটনায় রাজাবাজারে আড়ৎদার ব্যবসায়ী দুই পক্ষের মধ্য মীমাংসার জন্য মঙ্গলবার দুপুর ১২ টায় আবারো মীমাংসায় বসেন। এতে সেলিম অনুপস্থিত থাকলে ব্যবসায়ীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। তাকে আটকের দাবী জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক দুলাল প্রসাদ, গৌতম দত্ত, মোফাজ্জল হোসেন, সোহেল,সম্ভু রায়, আব্দুর রহমান, আনোয়ার হোসেন শতাধিক ব্যবসায়ী বিক্ষোভে অংশ নেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান সেলিম কোন ব্যবসায়ী নন বহিরা গত। কোন চাঁদাবাজকে রাজাবাজার থেকে চাঁদা নিতে দেওয়া হবে না।
এ বিষয়ে সদর থানার ওসি হাসান বাছির বলেন অভিয়োগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।