বগুড়ার সকল পৌরসভার মেয়র অপসারণ

আনলাইন ডেস্ক।।

বগুড়ার সকল পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে৷ সোমবার (১৯ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্দ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বগুড়ার ১২টি পৌরসভার মধ্যে সাত পৌরসভার মেয়র ছিলেন বিএনপি সমর্থিত।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, অপসারণের ব্যাপারে অবগত হয়েছি। এটা সারাদেশের সকল পৌরসভার জন্যই প্রযোজ্য।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ