আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর পক্ষে এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, যা ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের প্রধান সমন্বয়কারী, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা খালেদা জিয়ার প্রার্থিতাকে ঘিরে আশাবাদ প্রকাশ করেন।
হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ থাকায় তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আগের মতো এবারও বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে তারা প্রত্যাশী।
উল্লেখ্য, বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। এই বিপুল ভোটারের রায়কে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে এখন বাড়ছে উত্তাপ, আর মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে সেই নির্বাচনী লড়াই আরও স্পষ্ট রূপ নিতে শুরু করেছে।
সূত্রঃ jonokatho
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com