বগুড়ায় গাছের চারা হাতে নিয়ে মাদক বিরোধী শপথ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে বিতরন করার পাশাপাশি নিজেরা মাদ্রাসার মাঠে গাছ লাগিয়ে সকলকে বেশী বেশী গাছ লাগাতে ক্যাম্পেইন করে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24