বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এলজিইডি’র উদ্যােগে মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে ।

শনিবার (২০ আগস্ট) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে সিরাজগঞ্জে সদর উপজেলার ব্রাক্ষণগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও প্রায় দুই শতাধিক বনজ,ফলজ,ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী। এতে সভাপতিত্বে করেন নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান।

কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী বলেন,গাছের চারা বিতরণের মাধ্যমে জাতির জনকের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া হলো। যখন এসব গাছ বড় হবে তখন তারা বলবে এটি জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোপন করা হয়েছে। এভাবে এসব গাছের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও চেতানা ছড়িয়ে পরবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশ উন্নতি ঘটাতে চাই । কোমলমতি শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে।এলজিইডি কর্তৃক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন উপর আলোচনা , বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকী পালন,শেখ কামালের জন্মবার্ষিকী পালন, দোয়া, মিলাদ মাহফিল,কোরানখানি কর্মসূচি পালন করার হয়েছে।আজ প্রায় দুই শতাধিক বনজ,ফলজ,ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি।
বৃক্ষ রোপন মাধ্যমে দেশকে সবুজ শ্যামলে গড়ে তুলবো।এটা আমাদের অঙ্গিকার।

এসময় সিনিয়র সহকারী প্রকৌশলী,মোঃ ছাবের আলী,সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন,উপ- সহকারী প্রকৌশলীমোঃ রফিকুল ইসলাম,সহকারী প্রকৌশলী সৌরভ কুমার সাহা,মেকানিক্যাল ফোরম্যান মোঃ শরীফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সদর মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, উপ সহকারী প্রকৌশলী মোঃ আতাউর রহমান, উপ সহকারী মোঃ আবুল কালাম আজাদ,সদর উপজেলার সিও মোঃ গোলাম নবী, ব্রাক্ষণগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ শরীফা জান্নাত সহ শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ