নারায়ণগজ্ঞ সোনারগাঁ উপজেলা সনমান্দি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে সনমান্দি অলিপুরা বাজারে সনমান্দি ইউনয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাড. শামসুল ইসলাম ভুইয়া। প্রধান বক্তা হিসেবে ছিলেন, সোনারগাঁ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,বারদী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দ কার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামানসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন