বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলা সাংস্কৃতিক বলয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে বাংলা সাংস্কৃতিক বলয়, কুমিল্লা সংসদ আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করেন বাংলা সংস্কৃতি বলয় বিশ্বকমিটির মহাসচিব কাজী মাহাতাব সুমন।
বাংলা সংস্কৃতি বলয় বিশ্বকমিটির যুগ্ম মহাসচিব এস এ এম আল মামুন এর সমন্বয়ে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা সংসদ এর আহবায়ক রুবেল কুদ্দুস। সভায় আলোচনা করেন আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউট কুমিল্লার সাধারণ সম্পাদক প্রকৌশলী রহমত উল্লাহ, অধ্যক্ষ বিধান চন্দ, রাজনীতিবিদ বোরহান মাহমুদ কামরুল, ধানমন্ডি ৩২ নাম্বার স্মৃতি যাদুঘরের ডকুমেন্টারি কর্মকর্তা রাবেয়া রাবু, বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির কোষাধ্যক্ষ মোঃ আল আমিন, নির্বাহী সদস্য শাহ মুজিবুল হক এবং দেলোয়ার হোসাইন আকাইদ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন বাংলা সংস্কৃতি বলয়ের সদস্য সংগীত শিল্পী কমল চন্দ দাস, সংগীতশিল্পী সেঁউতি সাহা সৃজা, সংগীতশিল্পী মিথিলা মজুমদার মুমু। নৃত্য পরিবেশনা করে শিশু শিল্পী স্বরনিকা দত্ত এবং সৃজয়া দত্ত স্বর্ণা। আবৃত্তি করেন বাংলা বলয়ের সদস্য রাইয়ানুল জান্নাত রোজা এবং কবিতা পাঠ করেন কবি মিজানুর রহমান। দলগত পরিবেশনায় অংশগ্রহণ করেন কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, বিমূর্ত আবৃত্তি সংগঠন এবং পরম্পরায় আবৃত্তি একাডেমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেলী রানী দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এজহারুল হক মিজাম, সুর্বনা মজুমদার,বিশ্বজিত দত্ত, অধ্যাপক শরীফা বেগম, প্রিয়াঙ্কা ভৌমিক, কাজী সাজেদা আক্তার, সাহিদা আক্তার পপি, চৌধুরী মরিয়ম হাশমী, জারিন তাসনিম, গৌরি দেবনাথ, নীহারিকা দাস, হূরে জান্নাত আলো, আতিক হাসান সিয়াম, সাকিব আল হাসান, মুহিবুল হাসান সিয়াম, আব্দুস সামাদ অপু, রায়হানা কাউসার, রাখী সাহা, মুক্তা রানী দত্ত, রত্না সাহা, ফারহানা জাহান জেনী, আঁখি রানী দাস, সাজিয়া আফরিন, শারমিন হোসেন, সুমাইয়া আক্তার সহ অন্যরা।
আলোচনা সভায় বক্তরা, জাতীয় জীবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং সোনার বাংলা বিনির্মান এর প্রাসঙ্গিকতার গুরুত্ব তুলে ধরেন। এবং তরুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগ্রতকরণ, ইতিহাস চর্চা এবং বাংলা সংস্কৃতির চর্চার বিষয়ে আলোচনা করা হয়।