জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দেবীদ্বারের বরকামতা ও সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।
শোকাবহ আগস্টের শেষ দিন বৃহস্পতিবার সকালে উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাগুড় স্টেশন এলাকায় দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দীনের সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় শোকসভা হয়। সভা শেষে দোয়া, বিশেষ মোনাজাত ও তাবারু বিতরন হয়।
একই দিন বিকেলে সুলতানপুরের ছেচড়াপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা জেলাপরিষদের সাবেক সদস্য ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় শোকসভা হয়। সভা শেষে দোয়া, বিশেষ মোনাজাত ও তাবারু বিতরন হয়।
আলহাজ্ব রোশন আলী মাস্টার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ১৬টি ইউনিয়নে আমরা শোকসভা, দোয়া তাবাকরুক বিবরন করেছি। আজ শোকাবহ আগস্টের শেষ দিন।’
‘আমরা সবাই জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। এই মহান মানুষটাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে জিয়া ও মোসতাকের সহযোগিতায় পাকিস্তানি পরাজিত শত্রুরা মিলে সপরিবারে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয় নি।’
তিনি আরও বলেন, ‘১৫ আগস্টের মত একই ভাবে সেই পাকিস্তানি পরাজিত শত্রুরা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা করে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। কিন্ত আল্লাহর রহমতে হত্যা করতে পারে নাই।
‘শেখ হাসিনার নেতৃত্বে হবে স্মার্ট বাংলাদেশ। এটাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এ স্বপ্ন সফল করতে আমাদের সহযোগিতা করুন। আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিন।’
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ও মফিজুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথির বক্তৃতায় উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। কারো ষড়যন্ত্র ও হুমকি-ধামকিতে কোনো কাজ হবে না। বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেই তারা তলে তলে প্রার্থী বাছাই করছে।’
‘একদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে আন্দোলন, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি এটি তাদের দ্বিমুখী অচরণের বহিঃপ্রকাশ। তিনি বলেন বিএনপি-জামায়াতের অতীত কৃতকর্মের ফলে জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’
অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা বাহাদুর ও মোস্তাফিজুর রহমান সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন ভূইয়া মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মোস্তাফা কামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, সদস্য বিল্লাল হোসেন ডালিম ও সফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।