কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল, থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা,শহীদুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’২৩ এর ফাইনাল খেলায় পরানখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে দক্ষিন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে । পরানখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’২৩ এর ফাইনাল খেলায় শামছের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে । শামছের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
এসকেডি/অননিউজ