বঙ্গবন্ধু যেমন জাতির নেতা ছিলেন তেমনি জাতি গঠনে এক দৃঢ় মানুষ ছিলেন শেখ কামাল- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেছেন,শেখ কামাল ছিলেন বিরল প্রতিভার অধিকারী, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ,তারুণ্যের উজ্জ্বীবিত প্রতীক শেখ কামাল সব সময় খেলাধুলা,সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত,পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতেও সক্রিয় ছিল,বঙ্গবন্ধু যেমন জাতির নেতা ছিলেন তেমনি জাতি গঠনে এক দৃঢ় মানুষ ছিলেন শেখ কামাল,এখনো জাতির ক্রাইসিসে শেখ কামালের কথা মনে পড়ে। শেখ কামালকে শুধু খেলার মাঠে ধরে রাখলে চলবে না। সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। যে গুণাবলি থাকলে একজন মানুষ অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠতে পারে এর প্রায় সব গুণ শেখ কামালের মধ্যে ছিল, শেখ কামালের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের টিকিয়ে রাখতে সবাইকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট শনিবার সকালে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের নেতৃত্বে বোর্ড অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের,জ্যেষ্ঠ পুত্র, শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,দোয়া অনুষ্ঠান,বৃক্ষ রোপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ার, উপসচিব (প্রশাসন ) এ কে এম সাহাবউদ্দিন,কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন,সহকারী পোগ্রামার ও (একান্ত সচিব) সুমন রায়, কোষাধ্যক্ষ মোঃ নাইম হোসেন জনিসহ বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী।