ঈদকে আনন্দময় করে তোলার লক্ষ্যে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে নরসিংদী জেলা শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে নরসিংদীতে কয়েক শতাধিক নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মো: লিটন খন্দকার এর বাসায় এই সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, বিস্কুট, নুডুলস, তরল দুধ ও তৈল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোঃ লিটন খন্দকার, যুগ্ন আহবায়ক স্বপন খান, যুগ্ম আহবায়ক সুমনুর রহমান বাবু ও বলাই চন্দ্র দেবনাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় লিটন খন্দকার বলেন,আমাদের মনে চাই সব সময় অসহায় এবং দুষ্টদের পাশে থেকে সেবা করার। কিন্তু অর্থের অভাবে ঠিক মতো করতে পারতেছি, তারপরও চেষ্টা করতেছি মানুষের পাশে থেকে কাজ করার। ইনশাআল্লাহ সব সময় করে যাবো, তবে যদি জনপ্রতিনিধিরা আমাদের সাথে সহযোগিতা করতো তবে আরো বেশি করে করতে পারতাম।
এফআর/অননিউজ