বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত পুরো দেশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও প্রার্থনা। এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে লাখ টাকায় পোড়া কাপড় কিনেছেন সাবিলা নূর।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে বিদ্যানন্দের অফিসিয়াল পেজ থেকে। সেখানে লেখা হয়েছে, ‘লাখ টাকা দাম পোড়া শাড়ির! জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চেয়েছেন।’ এ প্রসঙ্গে সাবিলা নূর লিখেছেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা।’
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। তার পোড়া কাপড়্গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ তুলে দিতে চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে। তাদের এই উদ্যোগে সমর্থন দিতেই এক লাখ টাকা দিয়ে পোড়া শাড়ি কিনেছেন সাবিলা নূর।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরহাদ/অননিউজ