করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর বাংলাদেশ- ভারত ভ্রমণ ভিসা বন্ধ থাকার পর যৌথভাবে পুনরায় বাংলাদেশ- ভারত ভ্রমণ ভিসা চালু করেছে দুই দেশের সরকার। আর এখন থেকে নতুন ভ্রমণ ভিসাধারী রুট উল্লেখকারী পর্যটকেরা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াত করতে পারবে ভারতে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম বলেন, দীর্ঘ দুই বছর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ থাকার পর এই রুটে ২০২২ সালের যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট যাদের উল্লেখ থাকবে সে সব ভিসাধারী যাত্রী এই রুট ব্যবহার করে ভারতে যাতায়াত করতে পারবে। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, তবে পুরাতন ২০১৭ সালে যে সকল ভিসা ইসু হয়েছিলো সেগুলোর যাতায়াতে এখনো আমরা অনুমতি পাই নি। নতুন কোন ভিসা ইসু হলেই এখন থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।