দেশের একমাত্র সড়ক পথের চতুর্দশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরে সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১০ দিন বন্ধ থাকার পর আমদানি- রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২টার সময় বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা বন্দর ইনচার্জ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ১০ বন্ধের পর শনিবার সকাল থেকেই স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ১৪৫ টি পণ্যবাহী ভিনদেশি গাড়ি আমদানিকৃত মালামাল নিয়ে বন্দরে প্রবেশ করেছে।
এদিকে বন্দর সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল (মঙ্গলবার) উভয় দেশের ব্যবসায়ী, বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল।