বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কুমিল্লা শাখা । শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে এ মেডিক্যাল ক্যাম্প হয়। এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ নিয়েছেন পাঁচ শতাধিক বন্যাদুর্গতরা।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. মোঃ মোবারক হোসাইন, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল্লাহ।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমের সার্বিক সহযেগীতায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এনডিএফ কুমিল্লা শাখার সভাপতি ডা.জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সেক্রেটারী ডা. মো: জহিরুল আলম, নডা.মো: মুজিবুর রহমান, ডা.মোহাম্মদ সাইফুল হক, ডা. আল আমিন সোহাগ, ডা. সানজিদা সুলতানা, ডা.তানিয়া আক্তার, ডা.সাঈদ ইবনে ফয়সাল।